আরোহ যুক্তিবিজ্ঞান: আরোহ অনুমানের স্বরূপ হতে ছোটো প্রশ্ন উত্তর (M.C.Q)

প্রথম অধ্যায় আরোহ যুক্তিবিজ্ঞান: আরোহ অনুমানের স্বরূপ হতে ছোটো প্রশ্ন উত্তর (M.C.Q) দেওয়া হল।

আরোহ যুক্তিবিজ্ঞান: আরোহ অনুমানের স্বরূপ হতে ছোটো প্রশ্ন উত্তর (M.C.Q)

(1) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো –

  • পর্যবেক্ষণ
  • প্রকৃতির একরূপতা নীতি
  • কার্য কারণ নীতি
  • সামান্যীকণ

উত্তর:- পর্যবেক্ষণ।

(2) উপমাযুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হল –

  • সাদৃশ্যের সংখ্যা
  • সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
  • ব্যক্তিগত বৈসাদৃশ্য
  • ব্যক্তিগত সাদৃশ্য

উত্তর:- সাদৃশ্যের সংখ্যা।

(3) আরোহ অনুমানে সামান্যীকরনের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হল –

  • সামান্য সংশ্লেষক বচন
  • সামান্য বিশ্লেষক বচন
  • বিশেষ সংশ্লেষক বচন
  • বিশেষ বিশ্লেষক বচন

উত্তর:- সামান্য সংশ্লেষক বচন।

(4) আমরা এক বিশেষ সত্য থেকে আর এক বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে তার নাম হল –

  • উপমা যুক্তি
  • মন্দ উপমাযুক্তি
  • বৈজ্ঞানিক আরোহ অনুমান
  • অবৈজ্ঞানিক আরোহ অনুমান

উত্তর:- উপমাযুক্তি।

(5) আরোহের বস্তুগত ভিত্তি কি –

  • পর্যবেক্ষণ ও পরীক্ষন
  • গণনা ও পরিমাপ
  • প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়ম
  • পরীক্ষন ও সত্যতা যাচাই

উত্তর:- পর্যবেক্ষণ ও পরীক্ষন।

(6) বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান এটি বলেছেন –

  • বেইন
  • মিল
  • ফাউলার
  • জয়েস

উত্তর:- জয়েস।

(7) আরোহ অনুমানের সমস্যাটি হলো-

  • বৈধতা নির্ণয়
  • অবৈধতা নির্ণয়
  • আকারগত সত্যতা নির্ণয়
  • সামান্যীকরন

উত্তর:- সামান্যীকরন।

(8) আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো-

  • দৃষ্টান্ত গননা
  • পর্যবেক্ষণ
  • পরীক্ষন
  • প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়ম

উত্তর:- প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়ম।

(9) অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোনো প্রকার বচন –

  • সামান্য সংশ্লেষক বচন
  • সামান্য বিশ্লেষক বচন
  • সংশ্লেষক ও বিশ্লেষক বচন
  • বিশ্লেষক বচন

উত্তর:- সামান্য সংশ্লেষক বচন।

(10) আরোহ অনুমানের সর্ব প্রধান বৈশিষ্ট্যটি হলো –

  • সামান্যীকরন
  • আরোহমূলক লাফ
  • বৈধতা
  • অবৈধতা

উত্তর:- আরোহমূলক লাফ।

Leave a Comment