পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS Philosophy Question Paper 2020 (দ্বাদশ শ্রেণীর দর্শন প্রশ্নপত্র ২০২০) উত্তরসহ নিম্নে দেওয়া হল।
HS Philosophy Question Paper 2020 | দ্বাদশ শ্রেণীর দর্শন প্রশ্নপত্র ২০২০
বিভাগ – ক / PART – A
(Marks: 40)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়): 8×5=40
(a) নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা’ বলতে কি বোঝায়? চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ অব্যাপ তা উদাহরণসহ লেখো। পদের ব্যাপতা সংক্রান্ত সাধারণ নিয়ম গুলি কী কী? 2+4+2
অথবা, নিম্নলিখিত বাক্যগুলি কে তর্ক বিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুন ও পরিমাণ উল্লেখ করো। (1+1)x4
- (i) দার্শনিকরা কখনোই সুখী নয়।
- (ii) বিনয় ছাড়া সৎ কাজ হয় না।
- (iii) কোন মা তার সন্তানকে ভালোবাসেন না।
- (iv) কিছু প্রভাবশালী ব্যাক্তি অসাধু।
(b) আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়ম গুলি উদাহরণসহ উল্লেখ করো। ‘A’ বচনের সরল আবর্তন নয় কেন? 2+4+2
অথবা, নিম্নলিখিত বাক্যগুলি আদর্শ আকারে রূপান্তরিত করো এবং আবর্তন বিবর্তন করো: [(1+½+ ½)×4]
- (i) কদাচিৎ চিকিৎসকেরা আবেগপ্রবণ।
- (ii) প্রত্যেক কবি হন দার্শনিক।
- (iii) জড়বাদীরা আস্তিক নন।
- (iv) বেশিরভাগ লোক কুসংস্কারছন্ন।
(c) নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। 4+4
- (i) এই ন্যায় টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিন পদ বিশিষ্ঠ।
- (ii) সব সফল ব্যাক্তি পরিশ্রমী সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়।
অথবা, নিম্নলিখিত বিবৃতি গুলি প্রমাণ করো।
- (i) একটি ন্যায় অনুমানে প্রধান আশ্রয়বাক্য (হেতুবাক্য) বিশেষ হলে এবং অপ্রধান আশ্রয়বাক্য (হেতুবাক্য) নর্থক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নি: সৃত হয় না।
- (ii) দ্বিতীয় সংস্থানের বৈধ ন্যায়ের একটি আশ্রয় বাক্য (হেতুবাক্য) অবশ্য নোর্থক হবে।
(d) মিলির অন্বয়ী পদ্ধতিটি আলোচনা করো; সংজ্ঞা, আকার , দৃষ্টান্ত, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)। 1+2+1+2+2
অথবা, বিরাট কোহলি যখনই ভারতীয় দলে উপস্থিত থাকেন তখনই ভারত জয়লাভ করে। কিন্তু যখন তিনি ভারতীয় দলে অনুপস্থিত থাকেন তখন ভারত পরাজিত হয়। অতএব, বিরাট কোহলির উপস্থিতি ভারতের জয়ের কারণ। যুক্তিটির ক্ষেত্রে মিলের কোন্ পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)। 1+2+1+2+2
(e) নিচের আরহ যুক্তি গুলি বিচার করো এবং কোন দোষ থাকলে তা উল্লেখ করো: 4+4
- (i) একটি দেশের রাজধানী হল জীব দেহের হিৎপিন্ডের মতো। সুতরাং জীব দেহের হিৎপিন্ডের আয়তন বৃদ্ধি যেমন ক্ষতিকারক তেমনই রাজধানীর আয়তন বৃদ্ধি দেশের পক্ষে ক্ষতিকারক।
- (ii) জোয়ারের পর ভাটা আসে। সুতরাং জোয়ার হলো ভাটার কারণ।
অথবা, সংক্ষিপ্ত টীকা লেখ: 4+4
(i) অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ।
(ii) অবৈধ সামানীকরণ দোষ।
বিভাগ – খ/ PART – B (Marks: 40)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নিচে প্রদত্ত বাক্যে লেখ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) 1 x 24 = 24
(i) মিলের -পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়।
- (a) অন্বয়ী
- (b) ব্যতিরেকী
- (c) সহ-পরিবর্তন
- (d) অন্বয়ী-ব্যতিরেকী
উত্তরঃ- (c) সহ-পরিবর্তন।
(ii) যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন-
- (a) আই. এম. কোপি
- (b) কার্ডের ব্রীড
- (c) জন স্টুয়ার্ট
- (d) ভি. ও. কোয়াইন
উত্তরঃ- (c) জন স্টুয়ার্ট।
(iii) এককারণবাদ কে সমর্থন করেন?
- (a) অ্যারিস্টটল
- (b) কান্ট
- (c) হিউম
- (d) কোপি
উত্তরঃ- (d) কোপি।
(iv) এর মতে, কারণ হল সদর্থক এবং নঞর্থক শর্তের সমষ্টি।
- (a) অ্যারিস্টটল
- (b) মিল
- (c) কোপি
- (d) বেইন
উত্তরঃ- (b) মিল।
(v) আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্য উপনীত হই যে আরোহী মুক্তিতে তা হল-
- (a) বৈজ্ঞানিক আরোহ অনুমান
- (b) অবৈজ্ঞানিক আরোহ অনুমান
- (c) উপমা যুক্তি
- (d) এদের কোনোটই নয়
উত্তরঃ- (c) উপমা যুক্তি।
(vi) বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হল-
- (a) আবশ্যিক শর্ত রূপে কারণ
- (b) পর্যাপ্ত শর্ত রূপে কারণ
- (c) কারণের গুণগত লক্ষণ
- (d) কারণের পরিমাণগত লক্ষণ
উত্তরঃ- (d) কারণের পরিমাণগত লক্ষণ।
(vii) আরোহ যুক্তির বৈশিষ্ট্যসূচক একটি ধর্ম হল এই অনুমানের সিদ্ধান্ত-
- (a) আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়
- (b) আশ্রয়বাকাকে অতিক্রম করে যায়
- (c) একটি বিশেষ বচন হয়
- (d) কোনোটিই নয়
উত্তরঃ- (b) আশ্রয়বাকাকে অতিক্রম করে যায়।
(viii) অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল-
- (a) লৌকিক আরোহ
- (b) বৈজ্ঞানিক আরোহ
- (c) মন্দ উপমা
- (d) ভালো উপমা
উত্তরঃ- (c) মন্দ উপমা।
(ix) “খেলা চলবে যদি না বৃষ্টি হয়”- বচনটির প্রতীকায়িত রূপ হল-
- (a) – ROM
- (b) MD-R
- (c) – MOR
- (d) – RD-M
উত্তরঃ- (a) – RM
(x) যে যৌগিক বচনের সত্য সারণীর কতিপয় নিবেশন সত্য এবং কতিপয় নিবেশন মিথ্যা হয় সেই বচনটি-
- (a) স্বতঃসত্য
- (b) আপতিক
- (c) বিশ্লেষক
- (d) রোধী
উত্তরঃ- (b) আপতিক।
(xi) কোনো কোনো ছাত্র নয় অ-কবি। বচনটির ভেনচিত্র হলো
(xii) P v Q এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি-
- ( a) P সত্য এবং Q মিথ্যা হয়
- (b) P মিথ্যা এবং Q মিথ্যা হয়
- (c) P মিথ্যা এবং Q সত্য হয়
- (d) Pসত্য এবং Q সত্য হয়
উত্তরঃ- (b) P মিথ্যা এবং Q মিথ্যা হয়।
(xiii) বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন?
- (a) প্রধান আশ্রয়বাক্য
- (b) অপ্রধান আশ্রয়বাক্য
- (c) উভয় আশ্রয়বাক্য
- (d) সিদ্ধান্ত
উত্তরঃ- (a) প্রধান আশ্রয়বাক্য।
(xiv) সকল অ-S হয় অ-P বচনটির বুলীয় ভাষ্য হল-
- (a) SPO
- (b) SP = 0
- (c) SP = 0
- (d) SP = O
উত্তরঃ- (b) SP = 0
(v) যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ে হেতুপদ (মধ্যপদ) উভয় আশ্রয়বাক্যেই উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হল-
- (a) প্রথম সংস্থান
- (b) দ্বিতীয় সংস্থান
- (c) তৃতীয় সংস্থান
- (d) চতুর্থ সংস্থান
উত্তরঃ- (c) তৃতীয় সংস্থান।
(xvi) যদি p তাহলে g, q নয় p নয় এই যুক্তি আকারটি হল-
- (a) বৈধ M.P.
- (b) বৈধ M.T.
- (c) বৈধ H.S.
- (d) বৈধ D.S.
উত্তরঃ- (b) বৈধ M. Τ.
(xvii) ‘বচনের বিরোধিতার’ ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ্য নঞর্থক বচনের সত্যমূল্য হবে-
- (a) সত্য
- (b) মিথ্যা
- (c) অনিশ্চিত
- (d) কোনোটিই নয়
উত্তরঃ- (b) মিথ্যা।
(xviii) ‘FERISON’ মূর্তিটি বৈধ হয়-
- (a) প্রথম সংস্থানে
- (b) দ্বিতীয় সংস্থানে
- (c) তৃতীয় সংস্থানে
- (d) চতুর্থ সংস্থানে
উত্তরঃ- (c) তৃতীয় সংস্থানে।
(xix) শর্ত অনুযায়ী বচন দুই প্রকার-
- (a) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন
- (b) বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন
- ( c) সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন
- (d) সামান্য সদর্থক বচন ও সামান্য নঞর্থক বচন
উত্তরঃ- (b) বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন।
(xx) অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে-
- (a) সত্য
- (b) মিথ্যা
- (c) স্ববিরোধী
- (d) অনিশ্চিত
উত্তরঃ- (d) অনিশ্চিত।
(xxi) বৈধতার প্রশ্নটি জড়িত হল-
- (a) বাক্যের সঙ্গে
- (b) বচনের সঙ্গে
- (c) সিদ্ধান্তের সঙ্গে
- (d) যুক্তি আকারের সঙ্গে
উত্তরঃ- (d) যুক্তি আকারের সঙ্গে।
(xxii) একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল-
- (a) দুটি
- (b) তিনটি
- (c) চারটি
- (d) পাঁচটি
উত্তরঃ- (c) চারটি।
(xxiii) ‘Logos’ শব্দটির অর্থ হল-
- (a) বচন
- (b) সংবেদন
- (c) অনুমান
- (d) চিন্তা
উত্তরঃ- (d) চিন্তা।
(xxiv) “বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে।”-বিবৃতিটি-
- (a) সত্য
- (b) মিথ্যা
- (c) অনিশ্চিত
- (d) স্ব-বিরোধী
উত্তরঃ- (a) সত্য।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16
(i) সামান্যীকরণ বলতে কী বোঝায়?
উত্তরঃ- কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে যখন সেই শ্রেণীর সমগ্র সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সামান্যীকরণ বলে।
অথবা, ভালো বা উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও।
উত্তরঃ রামু ও মধু উভয়ের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। রাম কুইনাইন খেয়ে সুস্থ হয়েছে। যদুও কুইনাইন খেয়ে ভালো হবে।
(ii) পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ- হৃৎপিণ্ডে গুলিবিদ্ধ হওয়া হল মৃত্যুর পর্যাপ্ত শর্ত।
(iii) যদি ‘p’ সত্য হয় তাহলে ‘pv q’ এর সত্য মূল্য কি হবে?
উত্তরঃ- ‘p’ সত্য হলে এ এর সত্য মূল্য সত্য বা মিথ্যা যাই হোক না কেন pv q এর সত্যমূল্য সত্য হবে। pvq TvT/F=T
(iv) কখন একটি দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয়?
উত্তরঃ- দ্বিপ্রাকল্পিক বচনের একটি অঙ্গবাক্য সত্য এবং অন্যটি মিথ্যা হলে দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয়।
অথবা, স্বতঃমিথ্যা বচনাকার কিরূপ?
উত্তরঃ- যে বচনাকারের অন্তর্গত সব নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় অর্থাৎ যে বচনাকারের মিথ্যা ছাড়া সত্য নিবেশন দৃষ্টান্ত হতে পারে না, তাকে স্বতঃমিথ্যা বচনাকার বলা হয়।
(v) বিসংবাদী বিকল্প বলতে কী বোঝো?
উত্তরঃ- বৈকল্পিক বচনে “অথবা” শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন একটি সত্য ও একটি মিথ্যা হয়, তখন তাকে বিসংবাদি বিকল্প বলে।
(vi) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটি লেখো।
উত্তরঃ- ভিতর প্রাকল্পিক বচনের পূর্বগকে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয়।
অথবা, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কী দোষ হয়?
উত্তরঃ- একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প স্বীকারজনিত দোষ হয়।
(vii) যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝো?
উত্তরঃ- যুক্তির অন্তর্গত বচনগুলির সত্যতাকে যুক্তির বস্তুগত সত্যতা বলে।
অথবা, অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ অনুমান হলো মানসিক বিষয় অপর পক্ষে যুক্তি হল বাহ্যিক প্রকাশ। অনুমান ওপর মানুষের প্রত্যক্ষের বিষয় নয়, অন্যদিকে যুক্তি ওপর মানুষের প্রত্যক্ষের বিষয়।
(viii) অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখ।
উত্তরঃ- দুটি অধীন বিপরীত বচনের একটি মিথ্যা হলে তার অনুরূপ বচনটি সত্য হবে। কিন্তু এর বিপরীত কথা সত্য নয়।
(ix) ‘অতিবৃষ্টি হলো বন্যার কারণ’ এখানে কারণ কথাটি কোন শর্ত কে নির্দেশ করছে?
উত্তরঃ- অতিবৃষ্টি হলো বন্যা হওয়ার আবশ্যিক কারণ।
(x) কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ- কারণ হল সমগ্র বা একাধিক শর্তের সমষ্টি। আর শর্ত হল কারণের অপরিহার্য অংশ।
অথবা, কারণ সম্পর্কে লৌকিক অভিমত কী?
উত্তরঃ- কারণ সম্পর্কে লৌকিক অভিমত- কারণ হল এমন একটি পূর্ববর্তী ঘটনা, যা অন্য একটি ঘটনাকে ঘটতে সাহায্য করে।
(xi) বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও।
উত্তরঃ- প্রকৃতির একরূপতা নীতি ও কার্য-কারণ নিয়মের ওপর আস্থা রেখে কয়েকটি বিশেষ ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে।
(xii) প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে?
উত্তরঃ- প্রকৃতির একরূপতা নীতি অনুসারে প্রকৃতি একই অবস্থায় একই আচরণ করবে।
(xiii) অস্তিত্ব মূলক দোষ কাকে বলে?
উত্তরঃ- যদি কোন যুক্তিতে এমন হয় যে অস্তিত্ব মূলক তাৎপর্য নেই এমন কোন আশ্রয় বাক্য থেকে অস্তিত্ব মূলক তাৎপর্য এমন কোন সিদ্ধান্তকে মিশ্রিত করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে থাকে অস্তিত্ব মূলক দোষ বলে।
(xiv) শূন্যগর্ভ শ্রেণি কী?
উত্তরঃ- যখন কোন বচনের উদ্দেশ্যপদ দ্বারা নির্দেশিত শ্রেণীটির কোন সদস্য থাকে না, তখন তাকে ‘শূন্যগর্ভ শ্রেণি’ বলে। যেমন- ভূত নেই।
অথবা, নিম্নলিখিত বচনের ভেনচিত্র দাও। “কোন কোন মানুষ হয় অসৎ”।
উত্তরঃ- O = SP = 0
(xv) অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ- E – কোনো মানুষ নয় অমর। O- কোনো কোনো মানুষ নয় অমর।
অথবা, কোন কোন মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব বচনটির বিরুদ্ধ বচন উল্লেখ করো।
উত্তরঃ- বচনটির অধীন বিপরীত বিরোধী বচনটি হল-
- I – কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব।
- O – কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব।
(xvi) ‘O’ বচনের আবর্তনের একটি উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা।
উত্তরঃ- O বচনের বৈধ আচরণ সম্ভব নয় কারণ এখানে ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হয়। তবুও এমন দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যার আশ্রয়বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা।
অথবা, “সকল মানুষ হয় অপূর্ণ জীব” বচনটির বিবর্তিত বচনটি কি?
উত্তরঃ- (A) সকল মানুষ হয় অপূর্ণ জীব-বিবর্তনীয়। (E) কোনো মানুষ নয় পূর্ণ জীব- বিবর্তিত।