আরোহমূলক দোষ: একটি আবশ্যিক শর্তকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ (টীকা)

উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায়: আরোহমূলক দোষ হতে একটি আবশ্যিক শর্তকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ সম্পর্কে টীকা দেওয়া হল।

একটি আবশ্যিক শর্তকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ সম্পর্কে টীকা

টীকা:-একটি আবশ্যিক শর্তকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ।

আমরা আগেই জেনেছি কারণ হল কতগুলি আবশ্যিক শর্তের সমষ্টি। এই সব শর্তের মধ্যে কোনো একটি যদি কোনো কার্যের কারণ হিসেবে গণ্য করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলা হয় আবশ্যিক শর্তকে কারণ হিসেবে গণ্য করা দোষ।

যেমন- উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কোনো একটি শিক্ষার্থী পরীক্ষায় ফেল করলো, এর কারণ হিসেবে যদি বলা যায় যে প্রশ্নপএ কঠিন হওয়ার জন্যই শিক্ষার্থীটি ফেল করেছে তাহলে উক্ত দোষ ঘটবে। কেননা একথা ঠিক নয় যে কেবলমাত্র প্রশ্নপত্র কঠিন হওয়ার জন্যই শিক্ষার্থীটি ফেল করেছে। এক্ষেত্রে অন্যান্য শর্তকে উপেক্ষা করা হয়েছে। যেমন শিক্ষার্থীটি মেধা, নিয়মিত পড়াশোনা করা, পাঠে অমনোযৌগিতা, শারীরিক অসুস্থতা, পরীক্ষার পূর্বে গৃহশিক্ষকের অনুপস্থিতি প্রভৃতি শর্তগুলিকে বাদ দিয়ে কেবলমাত্র প্রশ্ন পএ কঠিন হওয়ার জন্যই শিক্ষার্থীটি ফেল করার কারণ রূপে গণ্য করা হয়েছে। তাই যুক্তিটিতে একটি আবশ্যিক শর্তকে কারণ হিসেবে গণ্য করা দোষে দুষ্ট হয়েছে।

উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায় আরোহমূলক দোষ হতে অন্যান্য টীকাগুলির Link নীচে দেওয়া হল।

Leave a Comment