আরোহমূলক দোষ: অপ্রাসঙ্গিক ব্যাপারকে কারণ হিসেবে গ্রহণ করার দোষ (টীকা)

উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায়: আরোহমূলক দোষ হতে অপ্রাসঙ্গিক ব্যাপারকে কারণ হিসেবে গ্রহণ করার দোষ বা অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গ্রহণ করার দোষ সম্পর্কে টীকা দেওয়া হল।

অপ্রাসঙ্গিক ব্যাপারকে কারণ হিসেবে গ্রহণ করার দোষ বা অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গ্রহণ করার দোষ সম্পর্কে টীকা

টীকা:- অপ্রাসঙ্গিক ব্যাপারকে কারণ হিসেবে গ্রহণ করার দোষ বা অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গ্রহণ করার দোষ।

কারণ হল কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা। কিন্তু যে কোনো পূর্বগামী ঘটনাকে কার্যের কারণ বলে গণ্য করা যায় না। তাই যেটি প্রকৃত কারণ তাকে কারণ বলে গণ্য না করে যদি কোনো অপ্রাসঙ্গিক বা অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গ্রহণ করা হয় তাহলে যৌক্তিক অনুপপত্তি ঘটে। আর এই দোষকে বলা হয় অপ্রাসঙ্গিক বা অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গ্রহণ করার দোষ। সাধারণত অন্বয়ী পদ্ধতি অপপ্রয়োগের ফলে এরূপ দোষের উদ্ভব ঘটে।

যেমন- উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কোনো রোগের যে কোনো ঔষধ জল দিয়ে খাওয়া হয় এবং রোগ সেরে যায়। কাজেই জল হল রোগ আরোগ্যের কারণ। এখানে জল রোগ আরোগ্যের নিয়ত পূর্বগামী ঘটনা। কিন্তু তাহলেও জলকে রোগ আরোগ্যের কারণ বলা যাবে না। রোগ আরোগ্যের প্রকৃত কারণ হল নির্দিষ্ট ঔষধ। আর ঐ ঔষধ সহজে খাবার জন্যই জল ব্যবহার করা হয়। অর্থাৎ রোগ আরোগ্যের পক্ষে জল হল একটি অপ্রাসঙ্গিক বা অবান্তর ঘটনা। সুতরাং এই আরোহ যুক্তিটি একটি অপ্রাসঙ্গিক বা অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গ্রহণ করার দোষে দুষ্ট।

উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায় আরোহমূলক দোষ হতে অন্যান্য টীকাগুলির Link নীচে দেওয়া হল।

Leave a Comment