উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায়: আরোহমূলক দোষ হতে অবৈধ সামান্যীকরণ দোষ সম্পর্কে টীকা দেওয়া হল।
অবৈধ সামান্যীকরণ দোষ সম্পর্কে টীকা
প্রশ্ন:- টীকা-অবৈধ সামান্যীকরণ দোষ।
লৌকিক আরোহের ক্ষেত্রে কার্য কারণ সম্পর্কের উপর নির্ভর না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়। এর ফলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলে অবৈধ সামান্যীকরণ দোষ। এক্ষেত্রে শুধুমাত্র সদর্থক দৃষ্টান্ত গুচ্ছকে লক্ষ্য করা হয় এবং নঞর্থক দৃষ্টান্তসমূহকে উপেক্ষা করা হয়।
যেমন- “কয়েকটি মেয়ের খারাপ হাতের লেখা দেখে তার ভিত্তিতে অনুমান করা হয় যে সকল মেয়ের হাতের লেখাই খারাপ “। এই আরোহ যুক্তিটি অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট। কারণ এক্ষেত্রে কয়েকটি অবাধ অভিজ্ঞতা মূলক সদর্থক দৃষ্টান্তের উপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। যে সব মেয়ের হাতের লেখা খারাপ নয় সে সব বিরুদ্ধ দৃষ্টান্ত গুলিকে উপেক্ষা করা হয়েছে। তাই সিদ্ধান্ত কোনো মতেই সুনিশ্চিত নয়, সম্ভাব্য মূলক। কাজেই যুক্তিটি অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট।
উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায় আরোহমূলক দোষ হতে অন্যান্য টীকাগুলির Link নীচে দেওয়া হল।