আরোহমূলক দোষ: অপর্যবেক্ষন মূলক দোষ (টীকা)

উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায়: আরোহমূলক দোষ হতে অপর্যবেক্ষন মূলক দোষ সম্পর্কে টীকা দেওয়া হল।

অপর্যবেক্ষন মূলক দোষ সম্পর্কে টীকা

প্রশ্ন:- টীকা লেখ অপর্যবেক্ষন মূলক দোষ।

আরোহ অনুমানের মূল উদ্দেশ্য হল সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা। এর জন্য আমাদের প্রয়োজন হয় বিভিন্ন রকম ঘটনা বা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা। কারণ যথার্থ পর্যবেক্ষণের মাধ্যমেই সঠিক কার্য কারণ সম্পর্ক স্থাপন করা যায়। কিন্তু নানা কারণে আমরা প্রয়োজনীয় ঘটনা বা দৃষ্টান্ত সমূহকে পর্যবেক্ষণ করতে পারি না। এর ফলে কিছু ঘটনা অপর্যবেক্ষন থেকে যায়। এই অবস্থায় আমরা যদি কোনো অনুমান গঠন করি তাহলে একটি দোষ দেখা যাবে তা হল অপর্যবেক্ষন মূলক দোষ।

যেমন- উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমরা প্রয়ই বলি বৃহস্পতিবার বারবেলায় যাত্রা করা খারাপ । কেউ কেউ বৃহস্পতিবার বারবেলায় যাত্রা করে হয়তো বিপদের সম্মুখীন হয়েছে। আমরা নিজেরাও বৃহস্পতিবারে বারবেলায় যাত্রা করে কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছি। কিন্তু অনেকে আবার বৃহস্পতিবারে বারবেলায় যাত্রা করেও বিপদের সম্মুখীন হয়নি। এই নঞর্থক দৃষ্টান্ত গুলির দিকে নজর না দিয়েই সিদ্ধান্ত করা হয়েছে যে বৃহস্পতিবারে বারবেলায় যাত্রা করা অশুভ। কাজেই এই জাতীয় সিদ্ধান্ত অপর্যবেক্ষন মূলক দোষে দুষ্ট।

উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায় আরোহমূলক দোষ হতে অন্যান্য টীকাগুলির Link নীচে দেওয়া হল।

Leave a Comment