আরোহমূলক দোষ: মন্দ বা দুষ্ট উপমাযুক্তি (টীকা)

উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায়: আরোহমূলক দোষ হতে মন্দ বা দুষ্ট উপমাযুক্তি সম্পর্কে টীকা দেওয়া হল।

মন্দ বা দুষ্ট উপমাযুক্তি সম্পর্কে টীকা

প্রশ্ন:- টীকা- মন্দ বা দুষ্ট উপমাযুক্তি।

দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখে এবং সেইসব সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে বলে উপমাযুক্তি। উপমাযুক্তি মূল সাদৃশ্যের সংখ্যার উপর নির্ভর করে। সাদৃশ্যের সংখ্যা যদি প্রাসঙ্গিক হয় তাহলে উপমাযুক্তি সবল হয়। আর যদি সাদৃশ্যের সংখ্যা প্রাসঙ্গিকতা কম হয় তাহলে উপমাযুক্তিতে যে দোষ ঘটে তাহলো মন্দ বা দুষ্ট উপমাযুক্তি।

যেমন- উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে মানুষ ও পশু উভয়েই জীব মানুষের মতো পশুও খুদা তৃষ্ণা অনুভব করে; সুতরাং মানুষের মতো পশুর ও বিচার শক্তি আছে। কিন্তু এখানে সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্ব খুবই কম বলে দৃষ্টান্তটিকে মন্দ বা দুষ্ট উপমাযুক্তি বলে গণ্য করা হয়েছে। কারণ এখানে মানুষ ও পশুর মধ্যে মূল বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করা হয়নি। তাই অনুমানটি দোষ যুক্ত।

উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায় আরোহমূলক দোষ হতে অন্যান্য টীকাগুলির Link নীচে দেওয়া হল।

Leave a Comment