উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায়: আরোহমূলক দোষ হতে কাকতালীয় দোষ সম্পর্কে টীকা দেওয়া হল।
কাকতালীয় দোষ সম্পর্কে টীকা
প্রশ্ন:- টীকা-কাকতালীয় দোষ।
আমরা আগেই জেনেছি কারন হল কার্যের পূর্বগামী ঘটনা। আর কার্য হল কারনের অনুগামী ঘটনা। কিন্তু তাই বলে যে কোনো পূর্বগামী ঘটনাকে কার্যের কারণ বলে গণ্য করা যায় না। কারণ হবে কার্যের নিয়ত, অব্যবহৃত, অপরিবর্তনীয়, শর্তহীন, পূর্বগামী ঘটনা। যে কোন পূর্বগামী ঘটনাকে কারণ হিসেবে গ্রহণ করলে যে দোষ ঘটে তাকে বলে কাকতালীয় দোষ। ভ্রান্ত কুসংস্কার এবং ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে এই দোষের উদ্ভব হয়।
কাকতালীয় দোষ নামকরণের মূলে সম্ভবত যে ঘটনাটি জড়িয়ে আছে তা হল -তালগাছের একটি পাকা তালের উপর একটি কাক বসার জন্য তালটি মাটিতে পড়ে গেল। এক্ষেত্রে যদি পাকা তালের উপর কাক বসাকেই তাল পড়ার কারণ হিসেবে গণ্য করা হয় তাহলে যুক্তিটি কাকতালীয় দোষে দুষ্ট হবে। বলাবাহুল্য তালটি যদি পাকা না হত তাহলে তালের উপর কাকটি বসলেও তালটি পড়তো না।
সুতরাং পাকা তালের উপর কাক বসাই তাল পড়ার কারণ নয়। এখানে প্রথম ঘটনাটি( কাক বসা) দ্বিতীয় ঘটনার (তাল পড়ার) নিয়ত পূর্ববর্তী নয়। অথচ কারণ হতে গেলে কোনো ঘটনাকে কার্যের নিয়ত পূর্বগামী হতে হবে। কাজেই এক্ষেত্রে কাকতালীয় দোষ ঘটেছে।
উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায় আরোহমূলক দোষ হতে অন্যান্য টীকাগুলির Link নীচে দেওয়া হল।
Very good, carry on
Thank You