দ্বিতীয় অধ্যায় আরোহ যুক্তিবিজ্ঞান: কারণ হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ) দেওয়া হল।
দ্বিতীয় অধ্যায় আরোহ যুক্তিবিজ্ঞান: কারণ হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)
1. বহুকারণবাদের একজন সমর্থক হলেন-
- (a) মিল
- (b) লক
- (c) দেকার্ত
- (d) স্পিনোজা
উত্তর:- (a) মিল।
2. ‘ক’ হল ‘খ’ এর পর্যাপ্ত শর্ত ‘ একথার অর্থ হল-
- (a) যদি ‘ক’ ঘটে তবে ‘খ’ ঘটে
- (b) যদি ‘খ’ ঘটে তবে ‘ক’ ঘটে
- (c) যদি’ ক’ না ঘটে তবে ‘খ’ ঘটে না
- (d) যদি ‘খ’ না ঘটে তবে ‘ক’ ঘটে না
উত্তর:- (a) যদি ‘ক’ ঘটে তবে ‘খ’ ঘটে।
3. ‘অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ’ – বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো-
- (a) বহুকারণবাদ
- (b) পর্যাপ্ত শর্ত
- (c) আবশ্যিক শর্ত
- (d) পর্যাপ্ত আবশ্যিক শর্ত।
উত্তর:- (c) আবশ্যিক শর্ত।
4. শক্তির অবিনশ্বরতার সূত্রটি হল-
- (a) কারণের গুণগত লক্ষণ
- (b) কারণের পরিমাণগত লক্ষণ
- (c) আবশ্যিক শর্ত রূপে কারণ
- (d) পর্যাপ্ত শর্ত রূপে কারণ ।
উত্তর:- (b) কারণের পরিমাণগত লক্ষণ ।
5. “ভিজে কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ ” এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত-
- (a) পর্যাপ্ত শর্তে
- (b) আবশ্যিক শর্তে
- (c) পর্যাপ্ত আবশ্যিক শর্তে
- (d) যৌক্তিক শর্তে
উত্তর:- (c) পর্যাপ্ত আবশ্যিক শর্তে।
6. কারণ হল-
- (a) শর্ত সমষ্টি
- (b) আপতিক ঘটনা সমষ্টি
- (c) অনিবার্য ঘটনা সমষ্টি
- (d) সবগুলো
উত্তর:- (a) শর্ত সমষ্টি।
7. বহুকারণবাদকে সমর্থন করেন-
- (a) অ্যারিস্টটল
- (b) কাণ্ট
- (c) বেইন
- (d) দেকার্ত
উত্তর:- (c) বেইন।
8. ‘ক’ হলো ‘খ’ এর আবশ্যিক শর্ত- একথার অর্থ হল-
- (a) যদি ‘ক’ নয় তবে ‘খ’ নয়
- (b) যদি ‘খ’ নয় তবে ‘ক’ নয়
- (c) যদি ‘ক’ তবে ‘খ’
- (d) যদি’ খ’ তবে ‘ক’
উত্তর:- (a) যদি ‘ক’ নয় তবে ‘খ’ নয়।
9. “গুনের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান” একথা বলেছেন-
- (a) কার্ভেথ রীড
- (b) জে. এস. মিল
- (c) আই. এম. কোপি
- (d) ডব্লু. ভি. ও. কোয়াইন
উত্তর:- (a) কার্ভেথ রীড।
10. কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন-
- (a) মিল
- (b) কোপি
- (c) বেইন
- (d) কার্ভেথ রীড
উত্তর:- (b) কোপি।
11. “পরিমানের দিক থেকে কারণ ও কার্য সমান ” একথা মনে করেন –
- (a) মিল
- (b) কার্ভেথ রীড
- (c) প্লেটো
- (d) অ্যারিস্টটল
উত্তর:- (b) কার্ভেথ রীড।
12. এককারণবাদকে সমর্থন করেন –
- (a) অ্যারিস্টটল
- (b) কাণ্ট
- (c) কোপি
- (d) ডিরোজিও
উত্তর:- (c) কোপি।
13. কার মতে কারণ হল সদর্থক ও নঞর্থক শর্তের সমষ্টি-
- (a) অ্যারিস্টটল
- (b) মিল
- (c) কোপি
- (d) বেইন
উত্তর:- (b) মিল।
14. বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হল-
- (a) আবশ্যিক শর্ত রূপে কারণ
- (b) পর্যাপ্ত শর্ত রূপে কারণ
- (c) কারণের গুনগত লক্ষণ
- (d) কারণের পরিমাণগত লক্ষণ
উত্তর:- (d) কারণের পরিমাণগত লক্ষণ।
15. “পরিশ্রমী হওয়া জীবনের সাফল্যের লক্ষন ” এটি হল-
- (a) আবশ্যিক শর্ত
- (b) পর্যাপ্ত শর্ত
- (c) পর্যাপ্ত আবশ্যিক শর্ত
- (d) শর্ত সাপেক্ষে ঘটনা
উত্তর:- (c) পর্যাপ্ত আবশ্যিক শর্ত।
16. মিলের মতে কারণ হল-
- (a) পর্যাপ্ত শর্ত
- (b) আবশ্যিক শর্ত
- (c) পর্যাপ্ত আবশ্যিক শর্ত
- (d) কোনটি নয়
উত্তর:- (a) পর্যাপ্ত শর্ত।
17. কারণ হল কার্যের-
- (a) পূর্ববর্তী ঘটনা
- (b) পরবর্তী ঘটনা
- (c) উভয়
- (d) কার্যের সমকালীন ঘটনা
উত্তর:- (a) পূর্ববর্তী ঘটনা।
18. বহুকারণবাদ অনুসারে কারণ হল-
- (a) আবশ্যিক শর্ত
- (b) পর্যাপ্ত শর্ত
- (c) পর্যাপ্ত আবশ্যিক শর্ত
- (d) শর্তসাপেক্ষে
উত্তর:- (b) পর্যাপ্ত শর্ত।
19. এককারণবাদ অনুসারে কারণ হল-
- (a) আবশ্যিক শর্ত
- (b) পর্যাপ্ত শর্ত
- (c) পর্যাপ্ত আবশ্যিক শর্ত
- (d) কোনটি নয়
উত্তর:- (c) পর্যাপ্ত আবশ্যিক শর্ত।
20. একটি ঘটনার পর্যাপ্ত শর্ত থাকতে পারে-
- (a) একটি
- (b) দুটি
- (c) তিনটি
- (d) একাধিক
উত্তর:- (d) একাধিক।
21. যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি ঘটে না তা হল-
- (a) সদর্থক শর্ত
- (b) নঞর্থক শর্ত
- (c) পর্যাপ্ত শর্ত
- (d) আবশ্যিক শর্ত
উত্তর:- (a) সদর্থক শর্ত।
22. একই কার্য বিভিন্ন কারনের দ্বারা হতে পারে তাকে বলে-
- (a) এককারণবাদ
- (b) বহুকারণবাদ
- (c) এককারণবাদ সমন্বয়
- (d) বহুকারণবাদ সমন্বয়
উত্তর:- (b) বহুকারণবাদ।
23. “বিষপান মৃত্যুর কারণ” এটি কোন শর্তের উদাহরণ-
- (a) পর্যাপ্ত শর্ত
- (b) আবশ্যিক শর্ত
- (c) উভয়
- (d) কোনটি নয়
উত্তর:- (a) পর্যাপ্ত শর্ত।
24. “মেঘ না করলে বৃষ্টি হবে না” শর্তটি হল-
- (a) আবশ্যিক শর্ত
- (b) পর্যাপ্ত শর্ত
- (c) পর্যাপ্ত আবশ্যিক শর্ত
- (d) কোনটি নয়
উত্তর:- (a) আবশ্যিক শর্ত।
25. পরিমানের দিক থেকে কারণের লক্ষণ হল-
- (a) কার্যের পূর্ববর্তী ঘটনা
- (b) সদর্থক ও নঞর্থক শর্তের সমষ্টি
- (c) কারণ ও কার্য সমান
- (d) সবগুলি
উত্তর:- (c) কারণ ও কার্য সমান।
26. শর্ত কয় প্রকার-
- (a) এক প্রকার
- (b) দুই প্রকার
- (c) তিন প্রকার
- (d) চার প্রকার
উত্তর:- (c) তিন প্রকার।
27. কারনের লক্ষণ কয় প্রকার-
- (a) দুই প্রকার
- (b) তিন প্রকার
- (c) চার প্রকার
- (d) পাঁচ প্রকার
উত্তর:- (a) দুই প্রকার।
29. আবশ্যিক শর্ত কোনটি-
- (a) A না ঘটলে B ঘটবে না
- (b) A ঘটলে B ঘটবে
- (c) A না ঘটলেও B ঘটবে
- (d) A ঘটলে B ঘটবে না
উত্তর:- (a) A না ঘটলে B ঘটবে না।
30. পর্যাপ্ত শর্ত কোনটি-
- (a) A না ঘটলে B ঘটবে না
- (b) A ঘটলে B ঘটবে
- (c) A না ঘটলেও B ঘটতে পারে
- (d) A ঘটলে B না ঘটতেও পারে
উত্তর:- (b) A ঘটলে B ঘটবে।
31. কারণের লক্ষন কয় প্রকার-
- (a) দুই প্রকার
- (b) তিন প্রকার
- (c) চার প্রকার
- (d) পাঁচ প্রকার
উত্তর:- (a) দুই প্রকার।
32. জড়বস্তুর অবিনশ্বরতা নীতি কী-
- (a) জড়বস্তুর মোট পরিমাণ একই থাকবে
- (b) জড়বস্তুর মোট পরিমাণ এক থাকবে না
- (c) এক বস্তু অন্যবস্তুতে পরিণত হতে পারে না
- (d) সব গুলি
উত্তর:- (a) জড়বস্তুর মোট পরিমাণ একই থাকবে।
33. _________ দিক থেকে কারণ ও কার্য সমান –
- (a) গুণগত
- (b) পরিমাণগত
- (c) উভয়
- (d) এককারণবাদ
উত্তর:- (b) পরিমাণগত।
34. মিলের মতে কারণ হল _________ ও _________ শর্তের সমষ্টি-
- (a) আবশ্যিক ও পর্যাপ্ত
- (b) সদর্থক ও নঞর্থক
- (c) সামান্য ও বিশেষ
- (d) সবগুলি
উত্তর:- (b) সদর্থক ও নঞর্থক।
35. কার্য হল কারণে _________ ঘটনা। –
- (a) পূর্ববর্তী
- (b) পরবর্তী
- (c) নিয়ত
- (d) অব্যবহৃত
উত্তর:- (b) পরবর্তী।
36. যে শর্ত কার্য ঘটার পক্ষে অনুকূল তা হল-
- (a) পর্যাপ্ত শর্ত
- (b) আবশ্যিক শর্ত
- (c) সদর্থক শর্ত
- (d) নঞর্থক শর্ত
উত্তর:- (c) সদর্থক শর্ত।
37. ” সুনামি ক্ষয়ক্ষতির কারণ ” এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তাহল-
- (a) পর্যাপ্ত শর্ত
- (b) আবশ্যিক শর্ত
- (c) পর্যাপ্ত আবশ্যিক শর্ত
- (d) কোনোটিই নয়
উত্তর:- (a) পর্যাপ্ত শর্ত।
38. “অগ্নি সংযোগ হল ধূম সৃষ্টির কারণ ” এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তাহল-
- (a) পর্যাপ্ত শর্ত
- (b) আবশ্যিক শর্ত
- (c) পর্যাপ্ত আবশ্যিক শর্ত
- (d) সবগুলি
উত্তর:- (b) আবশ্যিক শর্ত।
39. “বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ” বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তাহল-
- (a) আবশ্যিক শর্ত
- (b) পর্যাপ্ত শর্ত
- (c) আবশ্যিক
- (d) পর্যাপ্ত শর্ত
উত্তর:- (a) আবশ্যিক শর্ত।
40. সুইচ টেপা আলো জ্বালার কীরূপ শর্ত-
- (a) আবশ্যিক শর্ত
- (b) পর্যাপ্ত শর্ত
- (c) পর্যাপ্ত আবশ্যিক শর্ত
- (d) সবগুলি
উত্তর:- (a) আবশ্যিক শর্ত।