Class XI Philosophy Question Paper 2015 | একাদশ শ্রেণীর দর্শন প্রশ্নপত্র ২০১৫

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিগত সালের প্রশ্ন উত্তর Class XI Philosophy Question Paper 2015 (একাদশ শ্রেণীর দর্শন প্রশ্নপত্র ২০১৫) দেওয়া হল।

Class XI Philosophy Question Paper 2015 | একাদশ শ্রেণীর দর্শন প্রশ্নপত্র ২০১৫

GROUP-A

1. বন্ধনীর ভিতর থেকে সঠিক বিকল্প নির্বাচন করো: 1×24=24

(a) অধিবিদ্যার আলোচ্য বিষয় হল-

  • (i) জ্ঞান
  • (ii) রাজনীতি
  • (iii) সমাজ
  • (iv) পরমতত্ত্ব

উত্তরঃ- (iv) পরমতত্ত্ব।

(b) “দর্শন হল ভাষার সমালোচনা।” এই উক্তিটি করেন –

  • (i) কান্ট
  • (ii) এয়ার
  • (iii) পলসন
  • (iv) দেকার্ত

উত্তরঃ- (ii) এয়ার।

(c) ‘জানা’ ক্রিয়াপদের অর্থ হল –

  • (i) তিনটি
  • (ii) চারটি
  • (iii) পাঁচটি
  • (iv) ছ-টি

উত্তরঃ- (i) তিনটি।

(d) ‘আধুনিক অভিজ্ঞতাবাদের জনক’ হলেন –

  • (i) লক
  • (ii) হিউম
  • (iii) অ্যারিস্টটস
  • (iv) দেকার্ত

উত্তরঃ- (i) লক।

(e) “ঈশ্বরই একমাত্র দ্রব্য।” বলেছেন –

  • (i) দেকার্ত
  • (ii) স্পিনোজা
  • (iii) হিউম
  • (iv) কান্ট

উত্তরঃ- (ii) স্পিনোজা।

(f) আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন –

  • (i) প্লেটো
  • (ii) দেকার্ত
  • (iii) লাইবনিজ
  • (iv) হিউম

উত্তরঃ- (iv) হিউম।

(g) “কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে।” একথা বলেছেন-

  • (i) লক
  • (ii) ইউয়িং
  • (iii) হিউম
  • (iv) দেকার্ত

উত্তরঃ- (ii) ইউয়িং।

(h) সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন-

  • (i) দেকার্ত
  • (ii) লক
  • (iii) হিউম
  • (iv) কান্ট

উত্তরঃ- (iii) হিউম।

(i) সরল বস্তুবাদ হল –

  • (i) বৈজ্ঞানিক বস্তুবাদ
  • (ii) প্রসক্তি তত্ত্ব
  • (iii) সতত সংযোগ তত্ত্ব
  • (iv) লৌকিক বস্তুবাদ

উত্তরঃ- (iv) লৌকিক বস্তুবাদ।

(j) “সমস্ত জগৎই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়।” একথা বলেছেন –

  • (i) কান্ট
  • (ii) লাইবনিজ
  • (iii) লক
  • (iv) বার্কলে

উত্তরঃ- (iv) বার্কলে।

(k) নাস্তিক দর্শনের সংখ্যা হল –

  • (i) পাঁচটি
  • (ii) ছ-টি
  • (iii) চারটি
  • (ii) তিনটি

উত্তরঃ- (ii) তিনটি।

(1) বেদের অংশ নয় –

  • (i) উপনিষদ
  • (ii) আরণ্যক
  • (iii) সাম
  • (iv) ব্রাহ্মণ

উত্তরঃ- (iii) সাম।

(m) ভারতীয় দর্শনের বিভাগ হল –

  • (i) দুটি
  • (ii) তিনটি
  • (iii) চারটি
  • (iv) পাঁচটি

উত্তরঃ- (i) দুটি।

(n) “অনুমান প্রমাণ নয়।” একথা বলেছেন –

  • (i) বৌদ্ধবাদীরা
  • (ii) সাংখ্যবাদীরা
  • (iii) চার্বাকবাদীরা
  • (iv) ন্যায়বাদীরা

উত্তরঃ- (iii) চার্বাকবাদীরা।

(০) “ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয়।” একথা বলেছেন –

  • (i) ন্যায় দার্শনিকরা
  • (ii) অদ্বৈত বেদান্ত দার্শনিকরা
  • (iii) চার্বাক দার্শনিকরা
  • (iv) বৌদ্ধ দার্শনিকরা

উত্তরঃ- (iii) চার্বাক দার্শনিকরা।

(p) “দুঃখের কারণ আছে।” মতটি হল দার্শনিকদের।

  • (i) চার্বাক
  • (ii) ন্যায়
  • (iii) বৌদ্ধ
  • (iv) বেদান্ত

উত্তরঃ- (iii) বৌদ্ধ।

(q) সৌত্রান্তিক মতবাদ হল –

  • (i) বাহ্য প্রত্যক্ষবাদ
  • (ii) বাহ্য অনুমেয়বাদ
  • (iii) ভাববাদ
  • (iv) মায়াবাদ

উত্তরঃ- (ii) বাহ্য অনুমেয়বাদ।

(r) “ক্ষণিকত্বই সৎ-এর লক্ষণ”- একথা বলেন –

  • (i) চার্বাক দার্শনিকগণ
  • (ii) বৌদ্ধ দার্শনিকগণ
  • (iii) ন্যায় দার্শনিকগণ
  • (iv) অদ্বৈত বেদান্ত দার্শনিকগণ

উত্তরঃ- (ii) বৌদ্ধ দার্শনিকগণ।

(s) বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব হল –

  • (i) দেহাত্মবাদ
  • (ii) ক্ষণিকবাদ
  • (iii) প্রতীত্যসমুৎপাদবাদ
  • (iv) মায়াবাদ

উত্তরঃ- (iii) প্রতীত্যসমুৎপাদবাদ।

(t) ন্যায় মতে ‘অনুমিতি’ হল –

  • (i) প্রমা
  • (ii) প্রমেয়
  • (iii) প্রমাণ
  • (iv) প্রমাতা

উত্তরঃ- (i) প্রমা।

(u) ‘গন্ধ’-এর প্রত্যক্ষ হয় সন্নিকর্ষের মাধ্যমে।

  • (i) সংযোগ
  • (ii) সংযুক্ত সমবায়
  • (iii) সমবায়
  • (iv) সমবেত সমবায়

উত্তরঃ- (ii) সংযুক্ত সমবায়।

(v) আচার্য বিশ্বনাথ হলেন দার্শনিক।

  • (i) বৈশেষিক
  • (ii) বেদান্ত
  • (iii) ন্যায়
  • (iv) সাংখ্য

উত্তরঃ- (iii) ন্যায়।

(w) র দুটি কাজ আবরণ ও বিক্ষেপ।

  • (i) ব্রহ্ম
  • (ii) জীব
  • (iii) জগৎ
  • (iv) মায়া

উত্তরঃ- (iv) মায়া।

(x) “ব্রক্ষ্ম সত্য জগৎ মিথ্যা।” বলেছেন –

  • (i) শংকরাচার্য
  • (ii) রামানুজ
  • (iii) গৌতমবুদ্ধ
  • (iv) মহর্ষি গৌতম

উত্তরঃ- (ⅰ) শংকরাচার্য।

GROUP – B

2. অতিসংক্ষেপে উত্তর দাও (দু-একটি বাক্যে) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16

(a) নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?

(b) ‘Metaphysics’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

অথবা, “অধিবিদ্যা অসম্ভব।” কথা কে বলছেন?

(c) ‘Substance’ কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী?

অথবা, অ্যারিস্টটল ‘দ্রব্য’ শব্দটি ক-টি অর্থে ব্যবহার করেছেন?

(d) লক ক-টি দ্রব্য স্বীকার করেছেন?

(e) দেকার্তের মতে দ্রব্য ক-প্রকার ও কী কী?

অথবা, স্পিনোজার মতে দ্রব্য কী?

(f) “দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না।”- কার মত?

(g) প্রমা কাকে বলে?

(h) ভারতীয় দর্শনে ‘আস্তিক’ বলতে কী বোঝায়?

অথবা, ‘মোক্ষ’ কথাটির অর্থ কী?

(i) চার্বাক দর্শনকে জড়বাদী বলা হয় কেন?

(j) চার্বাকগণ ক-টি ভূত পদার্থ স্বীকার করেছেন?

অথবা, চার্বাকগণ ব্যোম বা আকাশকে স্বীকার করেন না কেন?

(k) চার্বাক মতে, সহায়ক পুরুষার্থ কোনগুলি?

অথবা, চার্বাক মতে, মানবজীবনের চরম লক্ষ্য কী?

(l) চার্বাক নীতিতত্ত্ব কী নামে অভিহিত?

(m) বৌদ্ধ দর্শনের একটি ভাববাদী সম্প্রদায়ের নাম লেখো।

অথবা, বুদ্ধদেব দুঃখ নিরোধের জন্য ক-টি মার্গের কথা বলেছেন?

(n) ত্রিপিটক কী?

(০) অদ্বৈতবাদ বলতে কী বোঝো?

(p) প্রাতিভাসিক সত্তা কাকে বলে?

অথবা, ‘তত্ত্বমসি’ শব্দের অর্থ কী?

GROUP – C

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (অনধিক দুশো শব্দে) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8×5=40

(a) জ্ঞানের স্বরূপ ও উৎস বিষয়ে লকের বক্তব্য সমালোচনা-সহ ব্যাখ্যা করো।

অথবা, দেকার্ত ও স্পিনোজার বুদ্ধিবাদের মূলতত্ত্বগুলি আলোচনা ক 4+4

(b) প্রসক্তি সম্বধ বলতে কী বোঝো? বুদ্ধিবাদীরা কারণ ও কার্যের মধ্যে কীরূপ সম্বদ্ধ নির্দেশ করেন? তাঁদের বক্তব্য কি গ্রহণযোগ্য? 2+3+3

(c) সরল বস্তুবাদ ও প্রতীরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য দেখাও।

অথবা, লক্ যে-মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন তা আলোচনা করো। এই পার্থক্য কি গ্রহণযোগ্য?

(d) নৈয়ায়িক যে-প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন তা ব্যাখ্যা করো। উদাহরণ-সহ সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য দেখাও। 4+4

অথবা, ন্যায়মত অনুসরণ করে অনুমানের সংজ্ঞা দাও। এই প্রসঙ্গে উদাহরণ-সহ ‘পক্ষ’, ‘সাধ্য’ ও ‘হেতু’র স্বরূপ ব্যাখ্যা করো। 3+5

(e) “বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হল প্রয়োগমূলক বেদান্ত”-ব্যাখ্যা করো।

অথবা, মানবতাবাদ কী? রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্বমানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো।

আরোও পড়ুন

Leave a Comment